Wellcome to National Portal
Main Comtent Skiped

NIS

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন কাঠামো

* কেন্দ্রীয় পর্যায়ে জাতীয় শুদ্ধাচার উপদেষ্টা পরিষদ:  নীতি নির্ধারণ ও সার্বিক নির্দেশনা

* উপদেষ্টা পরিষদের নির্বাহী কমিটি

* মন্ত্রিপরিষদ বিভাগে জাতীয় শুদ্ধাচার বাস্তবায়ন ইউনিট স্থাপন

* প্রত্যেক মন্ত্রণালয় এবং সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নৈতিকতা কমিটি গঠন

* প্রত্যেক মন্ত্রণালয়/প্রতিষ্ঠানে ফোকাল পয়েন্ট মনোনয়ন

* ফোকাল পয়েন্ট-এর সহায়তায় কর্মপরিকল্পনা অনুযায়ী কার্যক্রম প্রণয়ন ও বাস্তবায়ন পরিবীক্ষণ

শুদ্ধাচার বাস্তবায়নের অগ্রগতি

* জাতীয় শুদ্ধাচার উপদেষ্টা পরিষদ ও পরিষদের নির্বাহী কমিটি গঠন;

* 59টি মন্ত্রণালয়/বিভাগ ও চিহ্নিত সংস্থায় নৈতিকতা কমিটি গঠন;

* মন্ত্রণালয়/বিভাগের সিনিয়র কর্মকর্তাদের সমন্বয়ে সভা আয়োজন;

* এনজিও, মিডিয়া এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে সভা আয়োজন;

* মন্ত্রণালয়/বিভাগ চিহ্নিত সংস্থায় নিজস্ব কর্মপরিকল্পনা প্রণায়ন;

* কর্মপরিকল্পনা বাস্তবায়ন পরিবীক্ষণ কাঠামো প্রণয়ন

* ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান।

শুদ্ধাচার কৌশল ব্যাপক প্রচারের জন্য সম্ভাব্য করণীয়

* রেডিও ও টেলিভিশন শুদ্ধাচার সংক্রান্ত আলোচনা অনুষ্ঠান আয়োজন;

* সংবাদপ্রত্রে শুদ্ধাচার সংক্রান্ত লেখা প্রকাশ;

* সততা, নৈতিকতা ও সুশাসন সংক্রান্ত নাটক, জারি-সারি গান, গম্ভীরা ও বিজ্ঞাপন প্রচার;

* রেডিও ও টেলিভিশনে সততা, নৈতিকতা ও সুশাসন সংক্রান্ত বিতর্ক অনুষ্ঠান আয়োজন;

* মাঠ পর্যায়ে তথ্য অধিদপ্তরের মাধ্যমে সততা, নৈতিকতা ও সুশাসন সংক্রান্ত ভ্রাম্যমান প্রচারণা;

* সততা নৈতিকতা ও সুশাসন সংক্রান্ত রচনা প্রতিযোগিতা আয়োজন;

* প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুদ্ধাচার, সততা নৈতিকতা ও সুশাসন সংক্রান্ত প্রশ্ন অন্তর্ভুক্তকরণ;

* নাটক, সিনেমা ও টেলিফিল্মে সততা, নৈতিকতা ও সুশাসন সংক্রান্ত বক্তব্য অন্তর্ভুক্ত করা;

*সততা, নৈতিকতা ও সুশাসন সংক্রান্ত দিবস উদযাপন ;

উপসংহার

আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এ কৌশল বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ না করলে প্রাতিষ্ঠানিক পর্যায়ে শুদ্ধাচার প্রতিষ্ঠিত হবে না। আর তা না হলে এ কৌশল কেবল একটি দলিল হিসাবেই রয়ে যাবে। সমাজের আশা-আকাঙ্খা বাস্তবায়িত হবে না।