Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

.

০১

প্রধান কার্যালয়/জোনাল কার্যালয় হতে প্রাপ্ত তালিকা মোতাবেক সরকারী/বে-সরকারী শিÿা প্রতিষ্ঠান সমূহ উপজেলার সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলীর মাধ্যমে জরীপ, সাইট পস্নান প্রস্তুত করনসহ নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে প্রেরণ করা হয়।

০২

তালিকাভূক্ত শিÿা প্রতিষ্ঠান সমূহের নতুন নির্মান/

মেরামত কাজের জন্য নীড বেজ অনুসারে (উপজেলার সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলীর মাধ্যমে) প্রাক্কলন

প্রস্তুত পূর্বক অনুমোদনের জন্য নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে প্রেরণ করা হয়।

০৩

বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে (বন্যা, ঘুর্নিঝড় ইত্যাদি) ÿতিগ্রসহ শিÿা প্রতিষ্ঠানের মেরামত ও সংস্কারের লÿÿ জরুরী ভিত্তিত্মতে(উপজেলার সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলীর মাধ্যমে) প্রাক্কলনসহ প্রয়োজনীয় তথ্যাদি নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে প্রেরণ করা হয়।

০৪

নির্বাচিত শিÿা প্রতিষ্ঠানে নতুন ভবন/মেরামত ও সংস্কার কাজের জন্য নির্বাহী প্রকৌশলী কর্তৃক প্রদত্ত কার্যাদেশ প্রাপ্তির পরে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে সাইট প্রাপ্তিতে সহায়তা প্রদানসহ প্রয়োজনীয় ড্রইং ও ডিজাইন বুঝাইয়া দেওয়া এবং নিয়মিত পরিদর্শন করে বাস্তবায়ন করা হয়।

০৫

প্রকল্পভূক্ত নির্বাচিত শিÿা প্রতিষ্ঠানের নির্মান/মেরামত ও সংস্কার কাজ অনুমোদিত ড্রইং, ডিজাইন ও সিডিউল মোতাবেক সংশ্লিষ্ট নির্মান/সংস্কার কাজ যথাযথ তদারকীর মাধ্যমে সম্পন্ন করা সহ বিধি মোতাবেক কৃত কাজের বিল সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলীর মাধ্যমে প্রস্তুত করে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে প্রেরন করা হয়।

০৬

নির্মান কাজ চুড়ান্ত ভাবে সমাপ্ত হওয়ার পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের নিকট ভবনটি হস্তান্তর করণ।

০৭

বিভাগীয় কার্যাবলী সম্পাদনের পাশাপাশি সহানীয় প্রশাসন ও মাসিক সমন্বয় সভার সিদ্ধান্তনুযায়ী বিভিন্ন শিÿা প্রতিষ্ঠান ও নির্মান কাজের অগ্রগতির প্রতিবেদন প্রদানসহ কারিগরী সহায়তা প্রদান।

.  
   
.  
.  
   
.  
   
.  
   
   
   
.